ব্যবস্থাপক পরিচালক
জনাব রশিদ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, যুক্তরাজ্য থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক (বিজ্ঞান) ডিগ্রি অর্জনের পর ইউনাইটেড গ্রুপে ২০০৭ সালে দ্বিতীয় প্রজন্মের পরিচালক হিসাবে যোগদান করেন। ২০১১ সালের অক্টোবরে তিনি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হন। তিনি ২০১১ সালে তিনটি প্রকল্প-কেপিসিএল ২, কেজেএপিসিএল এবং ইউএপিএল এর মাধ্যমে (রেকর্ড ১২০ দিন সময়ের মধ্যে) ২০৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ তদারক করেন।
তিনি ২০১০ সালে বাংলাদেশের অন্যতম সেরা একাডেমিক প্রতিষ্ঠান ইউনাইটেড মেরিটাইম একাডেমী প্রতিষ্ঠা করেন এবং মায়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থল বন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের উন্নয়ন কাজের তত্ত্বাবধান করেন। জনাব রশিদ ২০১৩ সালে ইউপিজিডি ডিইপিজেড, ইউপিজিডি সিইপিজেডের ৭৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ প্রকল্প, ২৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেডের অপারেশন চালু হওয়ার কাজের তত্ত্বাবধান করেন এবং দেশের প্রথম যৌথ উদ্যোগ প্রকল্প “ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড” এর ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হন।
পরিচালক
দ্বিতীয় প্রজন্মের পরিচালক জনাব নাসিরুদ্দিন রশীদ ১৯৮৩ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি দেশে ব্রিটিশ কাউন্সিল, ঢাকা এবং দেশের বাইরে সানওয়ে কলেজ, মালয়েশিয়া এবং মোনাশ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ায় তাঁর পড়াশোনা সম্পন্ন করেন। ২০০৯ সালে ইউনাইটেড গ্রুপের সহযোগী পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি ইউনাইটেড গ্রুপের দুইটি কনসার্ন - ইউনাইটেড হসপিটাল লিমিটেড এর নির্বাহী হিসেবে এবং ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড এর ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কাজ করেন।
একজন তরুণ উদ্যোক্তা হিসেবে, জনাব নাসির গ্রুপের ব্যবসায় বিষয়ক কর্মকান্ডে গভীরভাবে জড়িত হন এবং ২০১৩ সালে পরিচালক হন। তিনি ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেড (সরকারের একটি BOT প্রকল্প) এবং নেপচুন প্রপার্টি লিমিটেডের সাথে জড়িত। তিনি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন পরিচালক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইউনাইটেড গ্রুপের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বিভাগ ইউনাইটেড ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য।
পরিচালক
জনাব মালিক বারি ২০০৮ সালের এপ্রিলে ইউনাইটেড গ্রুপের একজন সহযোগী পরিচালক হিসেবে যোগদান করেন। একজন প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা হিসেবে খুব দ্রুতই ২০১১ সালে তিনি গ্রুপের পরিচালক হন এবং গ্রুপের প্রায় সমস্ত কনসার্নস এর পরিচালনা পর্ষদের একজন সদস্য হন। এর পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি ইউনাইটেড প্রোপার্টি সলিউশনস লিমিটেড এবং ইউনিমার্টের সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে জড়িত। এছাড়াও তিনি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইউনাইটেড গ্রুপের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বিভাগ ইউনাইটেড ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য।
সহযোগী পরিচালক
জনাব ফাহাদ খান ইউনাইটেড গ্রুপের পরিচালনা পর্ষদের সর্বকনিষ্ঠ সদস্য। তিনি ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালে শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনা অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করার পর ২০০৯ সালে জনাব ফাহাদ খান সহযোগী পরিচালক হিসেবে গ্রুপে যোগদান করেন। গ্রুপের অন্য কনসার্নস-এর সাথে জড়িত থাকার পাশাপাশি বিশেষভাবে তিনি একজন পরিচালক হিসেবে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের সাথে জড়িত। এছাড়াও তিনি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইউনাইটেড গ্রুপের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বিভাগ ইউনাইটেড ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য।
সহযোগী পরিচালক
জনাব ওয়াসেকুল আজাদ ১৯৮৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশে স্কুলের পড়াশোনা শেষ করার পর উচ্চতর শিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে গমন করেন। সেখানে তিনি ২০০৯ সালে এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে তাঁর স্নাতক সম্পন্ন করেন এবং দেশে ফিরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে এমবিএ সম্পন্ন করেন। তিনি ইউনাইটেড গ্রুপে সহযোগী পরিচালক হিসেবে যোগদান করেন এবং শীঘ্রই ইউনাইটেড গ্রুপের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত হন। বর্তমানে তিনি ইউনাইটেড গ্রুপের একটি কর্পোরেট ইউনিট ইউনাইটেড পলিমার লিমিটেডের তত্ত্বাবধানে আছেন। এছাড়াও তিনি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইউনাইটেড গ্রুপের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বিভাগ ইউনাইটেড ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য।
Associate Director
Khondaker Zayed Ahsan, Associate Director, United Group
Khondaker Zayed Ahsan is an Associate Director at United Group. He joined the company in January 2019 as a Management Trainee. He has been overseeing the implementation of some of the key initiatives within United Power Generation and Distribution Company Ltd., United Property Solutions Ltd., United Lube Oil Ltd., and United Trust.
After successful completion of his internship, he joined as an Associate Director of United Enterprises & Co. Ltd. In his new role, he is now actively driving the business of the group including United Engineering and Power Services Ltd.
Mr. Ahsan holds a Bachelor’s degree in Economics from the prestigious Stony Brook University in New York. While enrolled at Stony Brook University, he was an active member of the student community, serving on the board of multiple student associations. Upon graduation, he joined Broder- Mansoor Inc, a renowned wealth management company based in New York City, where he gained valuable experience and exposure working with high net- worth clientele.
Mr. Ahsan is passionate about growing the business coverage of the group and working on several long and short-term projects. He is an energetic and target-oriented personality. He is helping to bring energy and dynamism to the organization. He is a great believer in teamwork and dreams to achieve lots of milestones as a member of the management team.